আমার কাছে যখন আকাশ কাঁদছে
মেঘগুলোকে ঠিক তখনই
আরও আপন করে ভালবাসতে ইচ্ছে হচ্ছে,
চিৎকার করে বলতে পারছিনা
কিন্তু এই বিচলিত লোচন
তারে মমতায় লেপছে।


আমার সাদা কালো অবনী জুড়ে
শুধুই রঙহীণ পালের খেলা
সেখানে বিশাল গগনের বিস্বাদ যেন
অসময়ের শরৎস্নাত ভেলা.....
পলক ঝাপটাতেই সন্ধ্যার ঘড়ি
অবনী জাপটে ধরে রাতের শাড়ী
আমার শয়নে দুটো জোনাকী
আধো আলোতে সোহাগের মাখামাখি।


আমি হেঁটে চললাম চন্দ্রালোকে
ভাবনার দখিনা মেখে
আমার দেহ রয়ে গেল
সেই মন্ত্রমুগ্ধ করিডোরে।


চোখ আমার কোহল
রন্জ্ঞনরশ্মির বশীকরণে
বিহবল পলক।
হঠ্যাৎই যেন
থেমে যাওয়া প্রলুব্ধ প্রলাপে
বিশীর্ণ পবন তোলে বৈকালি মাতম,
একটা দুটা ফোটা জলের ছোঁয়া
আর আমার অধরে হাসে
সেই প্রহরের দোয়া ।