অত পর .......


আমাদের পরিচয় পর্ব টা ছিলো খুবই ফরমাল
গতানুগতিক প্রশ্নের ধারা আপন গতিতে চলছিলো
চোখের ভাষার আদান প্রদান
খুব একটা মনে পড়বার মত ছিলো না
মনে হচ্ছিলো মানুষটা কোন দৃঢ় সংকল্পে আছে
দৃষ্টি বিনিময়ে সেখানে ব্যাঘাত আসবে
বাহ্যিক কিছু অনাকাঙ্ক্ষিত আগমন
কথোপকথনে কিছুটা হলেও হোঁচট আনছিলো


ওর পড়নে ছিলো মেঘলা নীল রঙের পঞ্জাবী
সরু ধানী রঙের বর্ডার কলার ছুঁয়ে
চুলটা পরিপাটি হলেও,
ইচ্ছে করে সামনাটা অল্প এলোমেলো
হাতে মোজাইক লিল এর কলম
হাতের আঙ্গুল দেখে মনে হয়
যেন এখনই চিত্রকর এঁকে রেখে গেছে,


ভাবতে ইচ্ছে করছিলো
আমার প্রতিটা কথা
অসম্ভব মন দিয়ে শুনছে
এবং সমাধানের কিছু একটা মাধ্যম
এতক্ষণে নিশ্চয়ই গোচরিভূত হয়ে গেছে
হায় রে মন,
এত বলি মস্তিষ্কে কিছুটা হলেও লঘু চাপ হোক
তবু হৃদয়ের আশেপাশে
নকশীকাঁথার ফোঁড়ণ কাটা সরু পথগুলোকে
আর খুঁড়ে দিওনা,


তিন্নি, শুনছ
আমার পৃথিবী দুমরে মুচড়ে গেল
আশফাক, আমার নাম মনে রেখেছে.......


প্রায় এক যুগ পরে দেখা হচ্ছে আমাদের
আজকাল স্বামীর নামেই পরিচয় আমার
কবে যে খোলা চুল খোঁপায় পরিণত হয়েছে
গুণে দেখবার অবসর হয়নি
কিভাবে স্বামীর চাকুরীটা ফিরিয়ে আনতে পারি
সে অজুহাতে আরেকবার দেখতে এসেছিলেম
বড় লজ্জা হচ্ছে আমার
জানিনা কিভাবে ওর চোখে চোখ রাখবো...........


বর্ণা শেখ
১৬/০২/২৪