গোলাকার বস্তু
বাইশ জোড়া পা
একি অদ্ভূত এক খেলা।
খাঁচার ভেতর দাও ছুড়ে
চারদিকে সোরগোল
এরই নাম গোল।
একদিকে লাল, অন্যদিকে নীল
একে অপরের দুশমন
ভয়ানক গড়মিল।
বাঁশীতে ফু দিতেই
বল নিয়ে ছোটা
মাঠে কনুইয়ের গুতো
আর গ্যালারীতে
পুলিশের লাঠিসোটা।
খেলার মাঝামাঝিতে অসম্ভব গন্ডগোল
ময়দান ছেড়ে পালাও
যেন যুদ্ধের ডামাডোল।
একই ঘটনার
পুণরাবৃত্তি হয় প্রতিবার
লাল আর নীলের খেলার
মিমাংসা হয়না কোনবার।
পয়সা দিয়ে টিকিট কেটে
মামা  নিয়ে যায় ভাগ্নেকে
চানাচুড়, মুড়ি খেয়ে
ঘরে ফিরে শেষ রাতে।
মাথায় ব্যান্ড
চোখে চশমা, গায়ে দলের পোষাক
ফুটবলের তোড়জোড়
যেন সারা দেশময়।