পুষ্পে বসিয়া ভ্রমর কহিলো
তোমার অঙ্গে এত মধু
করিয়াছো আমায়
তোমারই দাস
ভুলিয়াছি গৃহ ভুবন-সংসার।
হাসিয়া কহে পুষ্প এবার
ঘুরিয়া বেড়াও হেথায় সেথায়
কৃষ্ণ তুমি হাজারও রাধার
তৃষ্ণা মিটাইবার ছলেই না হয়
হইলা আমারই দাস।
উথাল পাথাল হিয়ার মাঝে
পুষ্প তুমি বধুর সাজে
ঘোমটা খুলো মিষ্টি লাজে
চন্দ্রমুখী তোমার রুপে
বুকটা ভরিয়া যায়
তোমারে ছাড়িয়া সখি
আমি যাইবো কোথায়।
ভুলিয়া লাজ পুষ্প হইলো উন্মোচিত
বাহুবেষ্টিত পুষ্পের কোলে
ভ্রমর রইলো নিম্মজিত।
দিবালোকের ইতি অবধি
চলিলো লীলাখেলা
সায়ংকালে শীর্ণকায়ে
আসিলো ক্লান্তির ছায়া।