ক্যালেন্ডারের পাতার মত জীবন বয়ে যায়
বেশীরভাগ অংশটা সাদা-কালোয়
দু’টো অধ্যায়ে লালের ছোঁয়া।
যেমনি তেমনি লাল নয়
যেন বিশুদ্ধ রক্তের রং
কোন ভেজালের জায়গা নেই সেথায়।
এর অর্থ কি?
সপ্তাহের দু’টো দিনেই ভালবাসা
বাকী দিনগুলো সংসারের যাঁতাকলে
পিষে যাওয়া।
কোন কোন মাসে একদিন
বাড়তী পাওয়া যায়
ভালবাসা তখনকি আরও
গাঢ় হয়ে যায়?
কখনো আবার লাল অধ্যায়ে
কালো কালির ছাপ ফুটে ওঠে
কচকচ করে কলমের লেখা
শক্ত হাতে ক্রস এঁকে দেওয়া
Contract job এর লাল অধ্যায়টা
একেবারে ফিকে মনে হয়,
অন্যথায় সাদা-কালোয়
লালের আভা দেখা যায়।
জীবনতো ক্যালেন্ডার হবার কথা নয়,
বাস্তবতার খুব কাছাকাছি সবকিছু
মূল্যহীন হয়ে রয়।
ভালবাসার আঘাত বুকের
সব পাজর ভেঙ্গে দেয়
তবু কেন যুগে যুগে
ভালবাসা হয়।