যখন তুমি ছুয়েঁ গেলে
রেখে গেলে আদর
তোমার ভালবাসার
অদৃশ্য নীল চাদর।
তুমি ছুঁয়ে গেলে
দুজনে ছিলেম বড়ই আপন
শিরা-উপশিরায়
এখনো অস্হির সেই কাঁপন
নিঃশ্বাসে মেখে আছে
তোমারই আতর।
যখন তুমি ছুঁয়ে গেলে
ভুলে গেলাম ব্যাথ্যা
হলোনা বলা অভিমানের কথা।
তুমি ছুঁয়ে গেলে
ভেঙ্গে গেল বাধা
সন্ধ্যার আঁধারে আড়াল
হলো বিকেলের কবিতা।
যখন তুমি ছুঁয়ে গেলে
ক্ষণিকের অতিথি,
আগোছালো শয়নে
ছিল পিন্জ্ঞরের আবিষ্ঠতা
অমাবস্যা পেলো
পূর্ণিমার পূর্ণতা।
তুমি ছুঁয়ে গেলে...............
আমায় ভালবাসলে.............