কেন মিছে বারণ করছো
চোখে মুখে বিরক্তি নিয়ে
আমায় দেখছো
এমন কিবা বেশী চেয়েছি,
শুধুমাত্র তিনটি বেলা
এতগুলো দিনের মাঝে
শুধু চাওয়া তিনটি বেলা।
পৃথিবীর অস্তিত্ব যতদিন
তোমায় ভালবাসবো ততদিন
আকাশে তারা জ্বলবে যতদিন
আমার এ দৃষ্টি
খুঁজবে তোমায় ততদিন।
প্রতিটি মুর্হূত প্রতিটি ক্ষণ
তোমার সঙ্গ, তোমারই রং
আঁকবো ছবি নিরভিমান বেদনায়
কখনো তুলি,
কখনো বা চোখের আঙিনায়।
হারিয়ে যাবো সমুদ্রের কাছে
বালির মাঝে ঢেউয়ের ভাজে
তোমার সেই হাসি
তোমার বেপরোয়া আবেদন
ফর্সা গালে সিক্ত কেশের
অনির্ধারিত আগমন।
রাতের কোলে সবুজ ঘাসে
তোমার আদর লোমশ বুকে
শক্ত করে বাহুডোরে
বধু তোমায় বাধবো।
দাওনা আমায় কিছুটা ক্ষণ
একটু ভালবাসবো।