রাতের নীরবতা আজ তোমার চোখে
নিস্তব্ধতার প্রকটতা
আড়াল করে দিচ্ছে
বাসনার পিপাসা।


কখন কিভাবে স্বপ্নের পালক
ছিন্ন হলো অবলীলায়
মোড়কের ভেতর,
উলঙ্গ নিথর দেহ
আর গভীর দীর্ঘশ্বাস।


ঘড়ির কাটা ক্রমাগত ঘুরছে
থেমে গেছে তোমার সময়,
পাষান দুটো হাত
চোখে কামনার বাস
ছিনিয়ে নিল তোমার সরলতা
করলো সর্বনাশ।


এমনতো কথা ছিলোনা,
বনিবনায় তোমায় আমি
পেয়েছিলেম উপহার
বন্ধুত্বের বাহুডোরে ছিল
আমাদের সংসার।


এখন কৈফিয়ত চাইবো কোথায়
তোমার এই রূপ যেন
আমারই পরাজয়।