অপরুপা বিকশিত
যেন দুধে ধোওয়া পদ্ম
আলোকিত পূর্ণিমার রাত
তোমারই পদযুগল,
এরই শুভ্রতা যেন
ধরণীর কোলে
অবিরাম তুষারপাত।
তোমার পদযুগল
আমার দুর্বলতা
নির্লজ্জভাবে ভালবাসি তারে
মুদিয়া চোখের পাতা।


তোমার প্রতিটি পদক্ষেপে
পুষ্প হেসে ওঠে
হালকা হাওয়া
বুকে আমার হাতছানী দিয়ে আসে।
মেহেদী আঁকা পদযুগলে
আমার উষ্ণ ওষ্ঠের ছোঁয়া,
জড়তার আলিঙ্গনে মিষ্টি মায়ার খেলা।


দুধে আলতায় বিশুদ্ধ এ পদ্ম
প্রিয়ার এ রুপ বিধাতার সৃষ্টির
অনবদ্য এক গদ্য।