আমি পিঁপড়ে
চন্দ্রবিন্দু আর একার-এর মাঝে
দূরত্ব যতটুকু
আমার শরীরের আকার
ঠিক ততটুকু।
এরই মাঝে মস্তিষ্ক
আর ছয়টি হাত-পা
পেটে আমার ক্ষুধার তাড়না
চোখে হতাশা।


আমার চলাফেরায় আছে
আবাধ স্বাধীনতা
দেহের ক্ষুদ্রতার সাথে
আপোষ করেনা
সংসারের দিনপন্জ্ঞিকা।


দলের সঙ্গী আমরা সবে
সাম্যবাদে আমাদের বিশ্বেস
শীতের সঙ্ঞয়ে কৃপণতা নেই
দিবাস্বপ্নের বিলাসিতা
আমাদের রাজমাতার অভ্যেস


আমি পিঁপড়ে
এই আমার পরিচয়
অভিনব এই জগত সংসারে
মাথা উঁচু করে চলি
মানিনা হার, মানবো না পরাজয়।