এ জীবনটাকে এত ভালবেসেছি
এখন মৃত্যুকে কাছাকাছি
দেখেও ভাল লাগছে।
যেন হারাবার কিছুই নেই
যা ছিল ওপাশে
আমার উত্তপ্ত আলিঙ্গন
নির্লজ্জের মত কেড়ে নিয়েছে,
আজ আমি ভরপুর
ভালবাসায়, অভিসারের বন্যায়।


আমি জীবনকে ভালবেসেছি
মুক্ত বিহঙ্গের মত
আমার আশার পুজ্ঞি
সপ্ত আকাশে ছড়িয়ে দিয়েছি।
রেশম পালকে আজ আমার শয়ন
আমার অন্তরে ভিন্ন অস্বিত্বের আগমন।


বাগীচার হাজারো ফুলের মাঝে
মূর্ছে পড়লো এক
পরিচর্যায় ছিলনা ক্লান্তির ছাপ,
নিছক মালির আক্ষেপ।



পেছন ফিরে দেখবার কিছু নেই
রাখিনি কোন মায়ার ডোর
শাখামৃগ ছিলেম আমি
হয়নি বৃক্ষের প্রয়োজন।


জানালার ভাঙ্গা কাঁচে তাকিয়ে
প্রশমন প্রতীক্ষা
ঘরের শূন্যতা আজ
গ্রাস করে জীবনের অসম্পূর্ণতা।
মৃত্যর আকাঙ্খায়
বেঁচে থাকার লঘিষ্ঠ বাসনা
অমূলক মনে হয়।