হঠাত্ যখন কেউ প্রশ্ন করলো
দিনটা কেমন কাটলো
একবারে কি বলতে পেরেছি
মন্দ নয়, ভালই তো কেটে গেল।
মনে করবার চেষ্টা করছি
দুপুরটা ভাল ছিল
না মনে হয় সকালটা,
সুন্দর মিষ্টি একটা বাতাস
মেঘের কোলে হালকা
রোদের ভেলা।
দোতলার গ্রীলের ফাঁকে
কৌতুহলের খেলা।


বিকেলটা...........
একটু সংকোচ হচ্ছে
কিছু একটা মনের দুয়ারে
কড়া নাড়ছে।
মা’র শয়নে কে ছিল বসা
ক্লান্তহীন চাহনীতে
অভিমানের রেখা।
চোখে ছিলনা কোন কাজল
শাড়ীর ভাজে অলসতার ছল,
কারণে অকারণে হাতের চুড়ির
সাথে হচ্ছিল অন্যমনস্ক এক খেলা।


এত বিব্রত কেন মনে হচ্ছে নিজেকে
সহজ একটা প্রশ্নের উত্তর খুঁজতে
বড়ই সংকোচ হচ্ছে?
তবে কি সত্যি
আমার স্বপ্নে বাস্তবতার রং লাগছে?


এখন মনে হচ্ছে
দিনটা বেশ ছিল,
অসম্ভব সুন্দর ছিল।