পাশাপাশি, কাছাকাছি
ভালবাসি ভালবাসি
একটু ছোঁয়া একটু হাসি
আমি যে ভালবাসি।


চুলের আড়ালে আঙ্গুলের খেলা
অবলীলায় বয়ে যায় আরেকটা বেলা,
ভালবাসি ভালবাসি
দু’জনে দু’জনার কাছে আসি।
বাহুর আলিঙ্গনে অথৈই আদর
গায়ে মেখে নেই ভাললাগার চাদর
নিঃশব্দ চারিপাশ,
শুধু কথা বলে চোখের ভাষা
ভালবাসি তোমারই ব্যাথা।


আলতো ছোঁয়া কানের ফুলে
ঠোটে লাগে কামড় মনের ভুলে
শ্যামা রঙ যেন
চেপে আসে তোমার দুষ্টুমিতে।
ছিটকে পড়ে পায়ের নূপুর
মুক্ত হারায় হাতের চূড়
লেপটে আসে চোখের কাজল
উদ্দাম ভালবাসা সাজায়
দূরন্ত এক বাসর।


মেঘের আড়ালে চাঁদ
আজ মুখ লুকায় মৌন লাজে
তোমার আবেগের কাছে
সবই যেন হার মানে।
ভালবাসি, ভালবাসি
আমি তোমার সঙ্গিনী
থাকি তোমারই পাশাপাশি।