ছোট্ট একটা ঘর
দেওয়ালের এক পাশে
পরিপাটি বিছানা
মেঝেতে একজোড়া চপ্পল,
ঠিক তার উল্টো পাশে
সাজানো দুটো হাড়ী,
আরও আছে কাসার বাসন
বা’পাশে নুন আর তেলের শিশি
ডানপাশে পুজোর আসন,
যেখানে গুটিসুটি দিয়ে কুন্ডুলি পাকা
আমার পরম স্বজন।


দাড়িঁয়ে থেকোনা ঘরে এসো
ভগবানের আশীর্বাদে তোমার আগমন
কড়া নেড়েছো জল খাবে বলে
জলের সাথে দু’লোকমা
অন্ন না’হয় পেলে।
সজনে ডাটার ডাল রেধেঁছি
সাদা তুলোর ভাতে
লেবুর দু’ফোটা রস মাখালে
খেতে স্বাদ হবে।


মনটা আজ বড়ই অস্হির
অনিশ্চিত কোন কারণে
তোমার সাথে কথোপকথনে
মেঘটা কেটে যাবে।
ভর দুপুরে কোথায় যাবে
লোকমা হাতে তোলো
জলের ঘটি পাশেই আছে
তৃষ্ণা নিবারিত কর।