টেলিফোনটা বেজে চলছে
দরজার কড়া কেউ নাড়ছে
টুপটুপ শব্দে জল গড়িয়ে পড়ছে
আমার খুকী
এখনো ঘুমোচ্ছে.....
পাশের গলিতে ঝগড়া হচ্ছে
চেপে চেপে কান্নার শব্দ আসছে
চুলের মুঠি ছিড়ে নিচ্ছে
কাঁচের বাসন ক্রমাগত ভাঙ্গছে
আমার খুকী
এখনো ঘুমোচ্ছে..........
মাথার উপর পাখাটা শব্দ করছে
ঘড়ির কাটা অনবরত ঘুরছে
পাটায় মসলা পেষা হচ্ছে
বেড়ালটা পাশে হাই তুলছে
খুকী আমার
এখনো ঘুমোচ্ছে...........
খুকী ওঠেনা কেন
এত শব্দ এত কোলাহল
চারপাশের শত সোরগোল
তবু খুকী ওঠেনা
এপাশ ওপাশ করেনা
গায়ের চাদরটা টেনে তোলেনা।


ডেকোনা ওকে
কি সুন্দর দেখাচ্ছে
সাদা বিছানাতে, সাদা কাপড়ে
খুকী আমার লেপটে আছে
আমার চোখের জল
সেতো কবেই শুকিয়ে গেছে,
আজ আছে শূণ্যতা
হাজার কোলাহলে
এক কঠিন নীরবতা।