জানালার কোলে গা এলিয়ে
পদযুগল দুলছে
রুপোর নুপুর টুনটুন ধ্বনি
থেমে থেমে গাওয়া গানের বাণী।
বাইরে মাতাল বাতাস
গাছের পাতাগুলো
বেপরোয়া আদরে মত্ত,
একে অপরকে ছোঁয়ায়
ভালবাসা উত্তপ্ত।


জানালার কাঁচে আলোর খেলা
লাল-নীল এমনকি হলুদের মেলা।
সবুজ ঘাসে বাতাসের চুম্বন
তোলে আলোড়ন, তোলে শিহরণ।


পায়ের নুপুর তোলে নতুন এক ছন্দ
মনের বাগানে শুনি ভ্রমরের গুন্জ্ঞন
এ যেন এক ভিন্ন ভুবন।


স্মৃতির রোমন্থনে হ্রদয় পায়
মধুর অভিগমন
সেদিনের চুম্বনেও ছিল
এক অদ্ভূত আবেদন।
ছিলনা লাজ, অনুশোচনার পরশ
যেন নিঃস্বার্থ ভাল লাগার
এক স্বর্গীয় আরশ।