আমার খুব কষ্ট পেতে ইচ্ছে করছে
এমন কষ্ট যেন
বুকের পাজঁরগুলো ভেঙ্গে যায়,
হ্রদয় চুয়ে চুয়ে রক্তের ধারা
সারা শরীরে ছড়িয়ে যায়।
কিসের অভিলাসে খেলেছি আমি
সেই ভয়ানক খেলা,
তুমিতো আমার প্রেয়সী ছিলে
ভালবাসা আর অঙ্গীকারের সাথী।
আজ আমি পরাজিত
রাতের কোলে নিমজ্জিত,
এ জীবন এখন
অসম্ভব সুন্দর এক মিথ্যে
মৃত্যুকে বড় আপন মনে হয়।


আমাকে কষ্ট দাও
ব্যাথ্যা দাও, অভিশাপ দাও
তোমার তিরষ্কারে আমার শরীরে
মুক্তির মলম লেপে দাও।
আমি ছিলেম তোমার মনে বসন্ত হয়ে
আজ শুধু শীতের রুক্ষতা আমার তরে।