জীবন যুদ্ধে অবতীর্ণ হওনি একথা সত্যি নয়
জীবনের প্রতি পাতায় এর অবস্থান
ফেলে আসা দীর্ঘশ্বাসে
ঝেড়ে ফেলা স্মৃতির দ্বারে
অসম্পূর্ণ বাজারের লিস্টে
টান টান বিছানার বালিশের ভাজে।


প্রেমিকের তাকিয়ে থাকা বরযাত্রীর ঢলে
পিওনের অগণিত সালামের জলে
রুগীর বিপর্যস্ত ক্লান্ত চাহনীতে
পরীক্ষার এলোমেলো প্রশ্নপত্রে।


ছেলের না বলা কথার মাঝে
মেয়ের অবেলার কিম্ভূত সাজে
মা’র কোরা আয়নার আড়ালে
আলস্যে খসে পরা বাবার চাদরে।


আহা,
যদি আমি বলতে পারতাম
তুমি মুক্ত, তুমি স্বাধীন
তুমি জীবনের যুদ্ধে
জয়ী এক সৈনিক,


যদি আমি বলতে পারতাম
তুমি ভালবাসার সেই প্রতিক
যার হ্রদয়ে বাস করে বসন্তের কোকিল,
জীবন যুদ্ধ তোমার কাছে
ভুলে যাওয়া কোন গীত।