আমাকে প্রেমিক বলে লেবেল করোনা
এতে আমার ভালবাসা আঘাত পায়,
আমার ভালবাসার পরিধি অসীম
এতে নেই ক্লান্তি
নেই সংকোচ
আছে শুধু অভিমান, আনুরক্তি বর্তমান।


আমি সুদর্শন নই
আমার চুল পাটে পাটে হয়না ভাজ
সেখানে আজও তোমার দেওয়া
আঙ্গুলের খেলা নবীন।


মুচীর পালিসে চকচকে জুতো
পরিধানে অক্ষম আমি,
তোমার দেওয়া বাটার চপ্পল
আজও আমার চলার সাথী।


সাত তলার বারান্দায় পিজ্জার দোকানে
ফুল হাতে অপেক্ষা হয়না আমায় দিয়ে,
আমি আজও সবুজের গালিচায়
আগোছালো আচ্ছাদনে
বাদাম হাতে চেয়ে থাকি।


আমি ক্যালেন্ডারের পাতায়
ক্রস কাটা ডেটের সঙ্গী নই,
ক্রমাগত আঙ্গুলের চাপে লেখা
রগরগা টেক্সট ম্যাসেজের পাঠক নই,
রাতের কোলে মোবাইলে
তোমার সিক্ত কন্ঠ
আমার অস্তিত্বের অহঙ্কার।


আমি তোমার ভালবাসা
তোমার কোমল হ্রদয়ের গভীরে
আমার নিশ্বাসের আনাগোনা,
যেখানে নিমগ্ন আমার
বিমূঢ় চেতনা।