মনটা আমার অলস
এমন সুন্দর রোদেলা বিকেলে
অবহেলা রুপণে বিছানায়
গা এলিয়ে চেয়ে আছি আকাশ পানে,
চোখ আমার তীক্ষ
সাদা শুভ্র মেঘের আড়ালে
অনবরত স্বপ্ন খোঁজায়।


নিষ্ঠুর নিদারুণ মনটা আমার
অকারণে মনোমালিন্য
এখন অপেক্ষা দীর্ঘক্ষণের
কিভাবে কাটবে অলসতা
বিরহের বিভীষিকা,
মেঘের কাছে কি শুধুই অশ্রু
যখন নেই ঘনঘটা
শুধু বাতাসের আড়ষ্টতা।


মনের অপর রুপ নয়ন
সেখানে অলসতা আবশ্যক
যেখানে স্বপ্নের বসবাস
সেখানে সময়ের অবকাশ,
অপেক্ষার পটভূমিতে এখন
বিবর্ণ চিত্রের আনাগোনা
শুভ্রতার আড়ালে অশ্রুর বারিধারা।


বিশ্রাম অণির্বায
কিন্তু আঁখি পল্লবে
নেই নমিত অনুমোদন,
মস্তিষ্কের দুর্ভেদ্য কোন কপাটে
এখনও চলছে কলহের ডামাডোল,
সাধ্যাতিরিক্ত অনুশীলনে
দেহে আসবে স্পৃহার বশ
নিদ্রার ঢল নেত্রকোণে
দূর করবে সংকোচ।