কাটা ছেঁড়া রক্তগঙ্গা
গলিত পদার্থের সমাহরণের
মাঝ দিয়ে চলছি আমি,
চারপাশে শ্বাসরুদ্ধ হাওয়া
অথচ গতিতে নেই কোন
অস্হিরতার চিহ্ন
সারা দেহে যেন প্রশান্তির মায়া।


সায়াহ্ন বিবস্বান
নত আজ আমার দ্বারে,
আমি জয়ী
উলঙ্গ এই রণভূমি
আমার পরিকল্পিত প্রতিকৃতি,
এখানে নিঃশব্দতায় অনুরণিত হচ্ছে
আমারই পদধ্বনি।
আমি সম্রাট
নয় কারও প্রতিনিধি।