নেশার জগতে আমি বাদশাহ
রাতের সড়ক বন্ধু আমার
নীরবতা মেটায় পিপাসা।


আমার রাজ্যে শুধুই সুখ
বন্ধ চোখেই গল্প সাড়া
সব চরিত্র বড়ই পরিচিত মুখ।
চকচকে মোড়কের আড়ালে
ছিন্ন ভিন্ন শরীর
সেই মোড়কের অতল গভীরে
বাস করে এক পরাজিত বীর।


জানিনা কেন সে বড় আপন
এতই ভালবাসি তারে
তবু কেন এই মিছে প্রলোভন?
রাতের আঁধারেও যেন সব স্বচ্ছ
তবে কেন বল আমি আমাতে নেই
এ জগত এক নেশার গোলক,
তোমার আমার নেশার মাঝে
ভিন্ন ভিন্ন ঝলক।


কাঁচের গ্লাসের ঠান্ডা জলে
মেটে তোমার পিপাসা
সেই জলে স্বপ্ন মেখে
তৃপ্ত হয় আমার তিয়াসা।