অধরে রেখোনা কথা
অধর কষ্ট পায়,
আঁখিতে রেখোনা অভিমান
হ্রদয় ভেঙ্গে যায়।
নিঃশ্বাসে রেখোনা স্পন্দন
শূণ্যতা ছেয়ে যায়,
বাহুতে রেখোনা সংকোচ
মন কেঁদে কয়।


লোকে আমায় বেশরম ডাকে
তুমি ডাকো প্রিয়া,
তোমার আহ্লাদে সুখ পায়
আমার দুরন্ত হিয়া।


ভালবাসার নাম যেভাবেই দাও
আমার ব্যাখ্যা একই
তুমিই বর্তমান, তোমাতেই শুধু
আমার আদর রাখি।
বন্ধ মুঠিতে তোমারই ছোঁয়া
আমার নিত্যদিনের সাথী,
তোমার আমার এই বসুন্ধরা
আমরা দু’জনেই ভালবাসি।