প্রিয়া,
তোমার চোখে তাকিয়ে থাকি
সেখানে অরণ্যের মেলা
যেন হারিয়ে গেছি বনের গহীনে
গড়িয়ে গেল বেলা।


তাকিয়ে আছি দেখবো হয়তো
সবুজ পাতার ছোঁয়া
হ্রদয় গভীরে আঁকবো ছবি
জীবন, স্বপ্ন আর মায়া।


একটু কিরণ সূর্য্য থেকে
আঁখি পল্লবে ভাসে
না বলা যত কথারম্ভ
আমায় ভালবাসে।


তোমার ওই চোখ রজতবর্ণা
কবির দেয়াসিনি কবিতা
অপ্সরী তোমার দীঘল নেত্র
আমার নিরন্তর দুর্বলতা।