ওগো মনহরা এভাবে বলোনা
এখনও পূবের আকাশে
আলোর রেখা স্তিমিত,
এখনো আমার শ্বাস ভারী
অবশিষ্ট আদর বাহুবন্দী,
পাখীর কলতানে মিশবে
আমাদের গুন্জন
এখন বলোনা আর কিছু
একসাথে ভালবাসি এই মধুক্ষণ।


প্রাণকৃষ্ণ কিসে এত তাড়া
আলুথালু বেশে মনঃ দেউলিয়া,
বাধিতে দাও বিনুনি আমার
কেশের জালে ছিল অনুরাগের খেলা।


একটু হাসো নয়নরন্জন
অভিলাষিনী তোমার পিয়া,
আশার প্রদীপ প্রজ্বলিত হ্রদে
প্রস্থানে নিমজ্জন রাতের দিয়া।