ভালবাসায় আক্রোশ
গ্রীষ্মের দুপুরে বটের ছায়ায়
কালবৈশাখীর তান্ডব।


হ্রদয়ে ভালবাসা
যেন বর্ষার বিকেলে
জলের ধারা মেটায় পিপাসা।


থেকে থেকে জাগে মায়া
শরতের আকাশে ভেসে যায়
কাশের পরকীয়া ছায়া।


আরও একটু কাছে আসা
শিশিরের আদর পেরিয়ে
কৃষাণীর কুয়াশাকে ভালবাসা।


মৃদু একটু ছোঁয়া
শীতের নরম আলোয়
জানালায় কাঁপে প্রজাপতি কায়া।


বিরহের হয় অবসান
বসন্তের আগমনে ফুলবনে
ভ্রমরের বিহ্বল গুন্জন।