আমার ভীষণ ভয় হয়
হ্যাঁ, ভয় হয় চোখ মেলে তাকাতে
আমার তারস্বরে আসে না পরিবর্তন
চারপাশের উল্লাসে।


আমার ভয় হয়, স্থানচ্যুত হতে
কাঁচির এক আঘাতে
ন’মাসের সুখ দুখে অবকাশ আঁকতে।


আমার ভয় হয়
শুরু করতে নবীন যাত্রা
পরিচিত আঙিনা পেরিয়ে অজ্ঞাত পরিমন্ডলে হাঁটা।


আমার ভয় হয়, পিছু ফিরে যেতে
অসমাপ্ত যত কাহিনীর
অতর্কিত হাতছানি পেতে।


আমার ভয় সুখনিদ্রা চয়নে,
স্বপ্নোত্থিত বেশে
জীবসত্য অবলোকনে।


জানি না কেন আমার শুধুই ভয় হয়……..