আয়নায় ওপাশের অবয়বে
অপূ্র্ব দেখাচ্ছে আমায়,
টানা টানা চোখে কাজলের রেখা
কপালের ঠিক মাঝখানে পূণির্মার চাঁদ
হালকা প্রসাধনে মুখটা সাজানো
ঠোঁটে গোলাপের লাজ।


হঠ্যাৎ স্বপ্নভাঙ্গে আলতো ছোঁয়ায়
আয়নার অবয়বে প্রাণদ আভায়,
বাবা, তুমি কখন এলে
ডাকো নি আমায়?
ইষৎ হাসি ঠোঁটের কোণে
গাল গড়িয়ে জলের রেখা
দৃষ্টি তোমার বিষণ্ম
হাতের ছোঁয়ায় আদর মাখা।


সময় এখন মালাবদলের
সন্ধ্যা গড়িয়ে যায়,
হাটছি আমি তোমার পাশে
ভালবাসার নব ঠিকানায়।


বাবা আমার হাতটা ধর
শন্কিত মন, জড়সর
দৃষ্টি আমার দিশেহারা
বুকে বহে স্রোতের ধারা।
তোমার উষ্ণ ছোঁয়ায়
আমার চলায় আসে স্থিরতা
তৈরী আমি বধুর সাজে
এলো বিদায়ের বেলা।