অদ্ভূত সব স্বপ্ন
অদ্ভূত ভাল লাগা
একে একে দুই
তবু মিথ্যে অঙ্ক কষা।


কখনো গ্রীষ্মের আকাশে
বড় বড় বৃষ্টির ফোটায়
তোমার মুখটা ভেসে আসে,
কখনো বা পাশে বসা তোমাকে
অচেনা, আগন্ত্তক লাগে।


এত ভালবাসি তবু কেন
ভেতরে শূণ্যতা ছেঁয়ে থাকে
অন্তঃকলহের নতুন খেলায়
কামনায় ভাটা আসে।


অনিবৃত্ত দোয়ায় পাওয়া
চিত্তরঙ্গিলা প্রেয়সী তুমি
নিবোর্ধ বিরহের মরীচিকা
কেমনে হলো অম্তর্যামী।


রেখে যাও আমায়
আমি যেমন আছি
দ্বিধা-দ্বন্ধ্বের এই বেড়াজালে
আমি নিজেকে খুঁজি।