টুইটুম্বর দীঘির কোলে
খেলছে দুটি পা,
গোলাপ বর্ণে পানির ফোটা
জমছে হিমের মায়া।


অম্বরের ক্যানভাসে দোলে
এলোমেলো হাওয়া,
এক তুলিতে সূ্র্য্য হাসে
অন্যটাতে হায়া।


সিক্ত স্নায়ুর উত্তেজনায়
দুলছে অলস কায়া,
বাদল-হাওয়ার মত বিরোধে
চিত্রপটে দ্রোপদীর ছায়া।


নগ্ন দুই ওষ্ঠে এখন
স্পষ্ট ক্ষোভের রেখা,
বুকে আমার উষ্ণ ব্যাথ্যা
চোখে বিভোর ছোঁয়া।


অপেক্ষার প্রান্ত শেষ হয়েছে
এবার ছুঁয়ে দেখার পালা,
তুমি কি নবতন আলেয়া
না আমার মনের মায়া।