আমি তোমায় যাবার অনুমতি দিয়েছি
চোখে জল রেখে
বুকে পাথর বেধেঁছি,
তোমার মুখে ছিল হাসি
নিষ্প্রভ পলকে ব্যথা।
বিদায় ছিল কঠিন
নিশ্চিত, বেদনামাখা।


আমি বেঁচে আছি চলছি পরিচিত পথে
বন্ধু-বান্ধব কোলাহল,
নিত্যদিনের সাজে।
চলতে কষ্ট হয়
তুমি ছাড়া শরীর আমার বিকলাঙ্গ প্রায়।


নাড়ী কেটে পৃথিবীর কোলে
তোমায় করেছিলাম দান,
বিষাক্ত কীটের লালসে
জীবন করলে প্রত্যাখান।
স্মৃতির অ্যালবামে সময় বহে
অহর্নিশি আমার
কান্নার ক্রোধ অম্ল স্বাদে, কন্ঠে আচ্ছন্ন আজ।


জীবন চলে যায়,
অপেক্ষা শুধু পূনর্মিলনে
একদিন আবার হাসবো দুজনে,
মনোদুঃখ ভেবে সুখ পায়
এই জীবনেই আমাদের ইতি নয়।