জানালার কাঁচ গলে নরম চাঁদের আলো
তোমার চোখের মায়ায়
শুকনো হিয়ায় পিয়াস ঢালো।


এলোমেলো মেঘের ক্ষেতে
বাদলের আনাগোনা
এরই মাঝে চাঁদের আলোয় প্রিয়ার মন জানা,
আহা কি অপরুপ এই ক্ষণ
বিধাতার অনবদ্য সৃষ্টির
উপলব্ধি কিছুক্ষণ।


ভাললাগা আর ভালবাসার বন্ধুত্বপূর্ণ
আচরণে যখন বিমূর্ত আপনজন,
আকাশের বুকে তারার ঢলে
নিরলস বৃন্দাবন।