থেমে গেছে
জীবন যেন থেমে গেছে
বলছি আজ
জীবন সত্যি থেমে গেছে।
দিগন্তজোড়া মাঠের অন্ত
খুব কাছে দেখা যাচ্ছে,
দু’হাতে দু’মুঠো আলো আকড়ে ধরে
বুকের অন্তঃস্হল কুকড়ে উঠছে।
চুলের ভাজে সাদার আভা
তেমনটা বোঝা না গেলেও
খালি চোখে ধরা দিচ্ছে।
আঙ্গুলের ওপর চামড়ার মসৃণতায়
কৃপণতা এসে গেছে
সকাল বিকেলের মালিশেও
টান টান চামড়াটা মূর্ছে পড়ছে।
দিনগুলো ফুরিয়ে যাবার
আতঙ্ক মনটাকে ক্রমশ
গ্রাস করে নিচ্ছে।
জীবন কি সত্যি থেমে গেছে?


বেলক্যানীতে দাড়িঁয়ে
সন্ধ্যার মিষ্টি বাতাস
আলতো আদরে শালটা
গায়ে জড়িয়ে দেওয়া।
রং চায়ে হালকা চুমুক
বুক ভরে নিশ্বাস নেওয়া।
সবই যেন গতকালের কাব্য
পটে আঁকা ছবি
একেবারে অনবদ্য,
আজ আমার বাস্তব
কঠিন এক অবয়ব
জীবন যুদ্ধে আমি কি পরাজিত?


বলছি আজ
জীবন আমার যেন
সত্যি থেমে গেছে;