চোখে ভাবে মিষ্টি লাজ
ঠোঁটের কোণে হাসি
বুকের ভেতর উথাল পাতাল
বৈতালিক মাতাল বাঁশী।


খোলা চুলে সমান্তরাল রেখা
আলতো আঁচে আঁকা
শাড়ীর ভাঁজে দেহের গড়ন
শরত-পবনের খুনঁসুটি মাখা।


আড়াআড়ি আলিঙ্গনে
নেই কারুণিক আড়ষ্টতা
হেঁয়ালি মেঘের ঘনঘটায়
বিভাবসুর নিগূঢ় হাসা।


তুমি কি রহস্য
না আমার পিপাসা,
বধু তুমি আলেয়া
আমার অনুরাগের মায়া।