বৃষ্টির কান্না রবির মধ্যাহ্নে
মুষ্টিবদ্ধ বেদনা নিম রোদনে
চোখের শিরায় শরৎ কাঁপন
বুকের কোন এক কপাটে
স্ফুলিঙ্গের উত্তোলন।


হাতের সিগারেটে ছোট ছোট কষ্ট
জ্বলে জ্বলে নিভে যাওয়া,
অন্যরকম আনন্দ।
শার্টের প্রথম বোতাম
অপরিচিত গলির ধুলোয়
পায়নি ঠাঁই তোমার
নরম শুভ্র মুঠোয়।


বারান্দায় পদচলন অজানা ক্ষোভ
পর্দার ভাজে অভিমানী দু চোখ,
নস্যাৎ যত প্রতিশ্রুতি
নস্যাৎ শত কাব্য
দুদিনের মেলামেশার
এখানেই শ্রাদ্ধ।
আমার কাহিনী বেসুরা, সমাপ্ত
গলির মোড়ে বরযাত্রী
বিদায় নির্ধার্য।