কাল হলো মোর খোঁপার মালা
খোলা পিঠের ছাঁচে
আড়চোখে ছিল তীক্ষ চাহনী
মাতাল, হাওয়ার লাজে।
খসে পরলো দুইটা ফুল
ক্লান্ত মালার ধাগা
একটু আমায় রহম করো
ভীত, অচিন রাঁধা।


দুষ্টু শুধু লোচন নয়
দুষ্টু তাহার শোভা
প্রভাত আলোয় হিয়ায় বাঁধন
ফাঁপর বুকের খাঁচা।
দুপুর গড়ায় রয়ে সয়ে
সইয়ের কোলের মাঝে
অঙ্গে আমার মরণ ব্যথা
পিত্তকষ্ট সতীন সাজে।
উঠান কোলে সন্ধ্যা নামে
জোনাক পিদিম জ্বলে
তোমার বুকে আমার শ্বাস
শিহরা প্লাবন তোলে।