কহ অম্বর বাঁধিলে কেন মোরে
প্রাতে র দিয়া তে
প্রাণেশ্বর ঘাটে বাঁধিয়েছে খেয়া
পিয়াসি শোভনে।


মনের আঁচলে খেলে
বিন্দু বিন্দু আলাপ
না চাইতে ও কাটে সুর
তানপুরায় বাজে আদুরী বিলাপ।


চোখের কোলে ঘুমের সাজ
যেদিন থেকে তারে বেসেছি ভাল
স্বপ্ন হয়েছে কাল
আজ, লাগছে ভালো।


অধরপল্লব শিহরিত
মায়াবী এক লাজে
এইতো সত্যি
আমরা দু’জনে সাথী
ও অম্বর তোমারই দেহাতে।