কি যে অসাধারণ একটা জীবন হবে
দেয়ালে টাঙানো ওই ঘড়িটার ভেতর
হঠ্যাৎ একদিন আমার ঘর সংসার
বিনা কোন অনুনয়ে শুরু হবে।


অযথা এই কষ্ট
সময়ের পিছু ইঁদুর দৌড় খেলা
অসহ্য বিরক্তি নিয়ে অসম্পূণর্তাকে ভালবাসা
চোখের নিমিষেই বারটা ত্রিশের
তিলোত্তমার রুপ বিসর্জন করে
বারটা পঁয়ত্রিশ হয়ে যাওয়া।


মুখ গোমরা করে আমায় বললে
সময়, বয়ে যেতে দিওনা গো
একবার চলে গেল তো, সবহারা
অভিমান ভরা সেই আর্তনাদ
বুকের মাঝে তুললো ঝড়
সবকিছু ভুলে গিয়ে বললাম
চল আমার সাথে,


মুখ ফিরিয়ে হাসলে
ভাত ফুটানোর মুরোদ নেই, বউ পালবে
আমিতো বউ হতে বলিনি
আমি সঙ্গীর সাথ চেয়েছি
আমার সর্ব বিহনে তোমায় চেয়েছি
আমি ছিলেম বাকরুদ্ধ আর তুমি বিশীর্ণ
বয়ে গেল বিকেল শুধুই অবহেলায়।


মনে পড়ে না আর কখনো
দেখা হয়েছে কি না
আজ আমার পাশে এক অপ্সরী রাজকন্যা
আমি নৃপতি তার অর্ধ রাজত্বের,


আমার সংসার, আমার রাজত্ব
আমার অধীনে সময় শৃঙ্খলিত
আমার সংসারে উত্তরী হাওয়ার মাতম
হিমায়িত অবয়বে লোহিত স্পন্দন।