আমি অজ্ঞাতে বসে পড়লাম
স্বপ্নের নাগরদোলায়,
সেই নাগরদোলায়, যা আমায়
নিয়ে যাবে আকাশের চুড়াঁয়।
নাগরদোলার আসনে জহরি ঝালর
মখমলের বসনে শান্তির পালক,
আমি চোখ খুলে দেখবোনা
যদি আমার স্বপ্ন রেগে যায়
আমি ছুঁয়ে যাবোনা মেঘেদের
আমার ছোঁয়ায় বিষের আবেশ।


আমি ভেসে চলেছি
বাতাস আমায় অবহেলায় বাঁধছে,
এমনতো কথা ছিলেনা.......
ঝালর আবরণে ধুলো লাগছে
চোখ খুলে দেখতেই
গাঁ কেঁপে উঠলো
আমি আকাশের কোন স্তরে
চারপাশে কাল মেঘের তান্ডব...
হাতছানি দিয়ে আমার চোখে
কালঘুমের পট্টি লেপছে।


আমার সারা শরীর পাথর
অনুভূতিগুলো অবশ হয়ে আসছে
থামাও নাগরদোলা
এ দোলা আমার ঘুম কেঁড়ে নিচ্ছে।
সারা ঘরে মিষ্টি একটা আলো
কিছু একটা পচনের তীব্র গন্ধ
থেমে থেমে নাসারন্ধ্রে ঘর বাঁধছে,
চোখ দুটো বড় ক্লান্ত
আমার আবারও ঘুম পাচ্ছে।