আসবে........
সেদিন সময় যখন হবে ,
আকাশ ভেঙ্গে বৃষ্টি হবে।
ঝোড়ো বাতাস ঝড়িয়ে দিয়ে
এই পৃথিবী শীতল হবে।


কালো মেঘে আকাশ ছেয়েছে,
ধেয়ে যখন নামবে বরর্ষন।
গাছ গুলো সব প্রান পাবে ফিরে ,
ভোরে উঠবে সবুজ আকর্ষণ।


তীব্র তাপের ঝলশায় পৃথিবী
হাঁসফাঁস করে প্রানেতে ।
উপড়ে ফেলছে গাছ পালা সব
গোড়ে তুলবে ইমারত।


যদি বাঁচাতে চাও এই পৃথিবী,
সস্তিতে চাও যদি বাঁচাতে।
তবেই সুন্দর গোড়তে হবে,
শান্তির সবুজ পৃথিবীতে।


তলায় ফাঁকা উপরে ঢাকা
কেমন করে ঢাকা থাকবে।
ভূমি কম্প হবে যখন,
চোখের নিমেষে সব শেষ হয়ে যাবে।


বাগানে রয়েছে কত  ফুলের গাছ,
যত্নে পেলেই তবেই ফুটবে কুড়ি।
জলের বিহনে ফুটবেনা ফুল
শুকিয়ে যাবে কুড়ি।