মুঠো ফোনে  বন্দি আমরা
হারাচ্ছে ভবিষ্যৎ জ্ঞান।
মারন ব্যাধি আঁকড়ে ধরেছে,
কাঁটাতারে শিশুর প্রান।


জানতে চাইছো মানব ইতিহাস
পরিবার ছিল খুশিতে,
কাছের পৃথিবী স্বার্থের বন্ধুত্ব
মিথ্যের জলে ভেজাতে।


শিশুর জীবন মুঠোয় বন্দী
বিষাক্ত  রক্তে রঞ্জিত।
খেলার মাঠে খেলেনা হাসি
ভবিষৎ আজ বঞ্চিত।


শুধু ,মিথ্যে খেলায় মনোরঞ্জন
ফুরিয়েছে  ঠাট্টা হাসি,
অভিনয়ের নাটক মুঠো ফোনে
অন্ধ জগৎ ভালোবাসি।


বিলীন হয়েছে সম্পর্কের টান
ভালোবাসা আজ অট্টহাসি।
মিথ্যের আবরণে ডুবেছে দুনিয়া,
সত্যিই  কি আমরা হাসি?


মুঠো ফোনে শত প্রানহাণি,
আকর্ষন বাড়বে যত,
উন্নত হোক নব প্রযুক্তি
বাড়বে  ধ্বংসের ক্ষত।