ব্যর্থ বাসনা


বর্ণালী দাস করণ


আমার ব্যর্থ বাসনা......
নক্ষত্রের মাঝে আজ অচেনা।।
আকাশের কোলে নিঝুম নীহারিকা,
থেমে আসে বিরহের পান্থবীনা ,
মনে পড়ে কেবলই ।
ভালোবাসার স্বর্ণালী আকাঙ্ক্ষা,
অভিসারে ভেঙে ফিকে হয়।
আজ আমার ব্যর্থ বাসনার
কাছে বিদায় দিতে চাই ।


আমার ব্যর্থ বাসনা ......
শেষবারের মতো তোমার কাছে,
মমতার রজনীগন্ধার স্বর্ণালী ডগায়।
মানুষের নিস্করুন স্বপ্ন,
অবিরত অশ্রু ক্ষরণ,
অসত্যের বন্দিশালায় জীবনের
বেঁচে থাকার নিস্ফল সান্তনা।


আমার ব্যর্থ ভালোবাসা .....
নক্ষত্রের মাঝে আজও অচেনা তুমি নেই,
প্রত্যাশায় ক্লান্তির অবসাদ ।
তুমি নেই , মিথ্যার মরীচিকায় বৃথাই ঘুরেছি।
হৃদয় করেছি ক্ষয় ,
একমাত্র মৃত্যুকে জানি সত্য ।
মরিচিকার আকাঙ্ক্ষা ব্যর্থতার
সমাধি করতে চাই।