সবুজ মনের রঙিন পাখা
উড়িয়ে নিয়ে আসে.
বৃষ্টি ভেজা স্বপ্ন চোখে
মনকে ভরিয়ে রাখে।


বয়স কত কমছে  আমার
স্বপ্নে  নেশার চোখে।
মাপছি না রে সময় সীমা
আমার চশমা চোখে।


চামড়া হালকা কুঁচকে গেছে
উজ্জ্বলতার রং কমেছে ।
প্যক লাগিয়ে যত্ন করে,
উজ্জ্বলতা ফিরিয়ে আনছে।


চশমা আমার চোখে চল্লিশেতে
যায়না আটকে রাখা।
চুলে সাদা রং ধরলে
রঙিন করে তারা।


বয়স হলে দাঁত পড়বে
সময়ের গতির নিয়তি
ব্যথায় হবে শরীর জর্জরিত
মনে সুখের আরোতী।


সবুজ মনের রঙিন পাখায়
ভরিয়ে তুমি রেখো।
বাড়লে বয়স তাতে কি আছে
মনকে সবুজ করো।