দুলছে নৌকা ভাসেছে সাগরে,
পাল তুলেছে  বাতাসে।
বহু দুর গিয়েছে চলে,
অসীম সাগরের আকাশে।


ফিরে ফিরে আসে সব ঘুরে,
গোলাকার এই পৃথিবীতে।
বিচিত্র মনের মানসিকতার দর্পনে,
ধীরে ধীরে পাবে দেখিতে।


পান্না,চুনি,হিরা,কাঞ্চন,
খুজিয়াছ নয়ন মেলিয়া।
জীবনের কাছে মেলিয়াছো অঞ্চল,
হৃদয়ের দুয়ার খুলিয়া।


অনুভূতিটুকু থাক তীব্র সুখের,
হৃদয়ের কাছে জমা।
আগলে রাখার প্রেরোনা গভীর,
ভরশার ইমারত গড়া।


দিয়েছো ফিরাইয়া একদিন তাহারে,
পিছু ফিরে চাহিলে না।
তুচ্ছ মনে করিয়াছ যেদিন,
আজ খুঁজিয়া পাইবেনা।


দিগন্ত শেষে দিগন্ত মেশে,
উঠিবে সূর্য প্রভাতে।
শরতের আকাশে ফুটেছে শিউলি,
ভরিবে সৌরভ বাতাসে তে।