নারী
------------------------
বর্ণালী দাস করণ
-------------------------------
স্বর্গের দেবীদের হাতে অস্ত্র,
মর্তের নারীদের হাতে খুন্তি ।
তবু ও কেন ?
তারা আজও অসহায়.......।

পাহাড়-পর্বত পিস্তল পাইলট
সবই জয় করেছে নারী
তবুও তারা অসহায় ।
পুরুষত্বের রাজত্বে মেনে নিতে পারেনা নারীর জয় ।
ঘরের কোণে সংসারের যাঁতাকলে পিষে মারতে চায় ।
আজও মেয়েদের হাতে
শুধু খুন্তি নয় ,শুধু চুরি নয় ,
অ্যান্ড্রয়েড মোবাইল ,কানে হেডফোন।
পিঠে ব্যাগ ,কাঁধে ব্যাগ ,
হাতে পার্স আরেক হাতে ফোন,
তবুও অসহায়, পরনির্ভরশীল বলে।
কেন পারি না আমরা বলতে আমরা নারী ,
আমরা মানুষ, আমরা পারি ।
সময় বদলেছে দিন বদলেছে ,
পেট কাপড়ের টাকা রাখার দিন নেই।
নারী শাড়ি ছেড়ে জিন্স পড়েছে,
গ্রাউন্ড ছেড়ে চুড়িদার পড়েছে। পাঠশালা ছেড়ে ইউনিভার্সিটি গিয়েছে ।
তবুও নারী অসহায় প্রতি পদে মরে,
যে নারী নতুন জন্ম দিতে পারে ,
যে নারী মাতৃত্বের স্বাদ পেয়েছে ,
সে নারী আরও বেশি করে মরেছে।
নারী পরাধীন .......
নারী অসহায় ........
অস্তিত্ব থাকলেও মর্যাদা দেবে না কখনই।