পুতুল রানীর বিয়ে দেব
রাজপুত্র চাই ,
সন্ধানে যে আছি আমি
কন্যের পিতা কই ।


আশলতার বাড়ছে বয়স
কতদিন আর রাখবে ধরে,
পাঁচ পেরিয়ে ছয় পড়েছে
এবার দেবো পরের ঘরে।


কন্যা আমার রূপবতী
রাজপুত্র চাই,
থাকবে সুখে রানীর মতো
মনের ইচ্ছে তাই।


গহনা দেব দশ ভরি
দাম সামগ্রী সবি ,
কন্যাকে আমার রেখো সুখে
এটাই আমার দাবি।


বিয়ে হচ্ছে আশা লতার
জ্বলবে রঙিন আলো,
বাজছে সানাই করবো উলু
আলোর ঝলো মলো ।


আশালতা যাবে শশুর বাড়ি,
সুখী করবে ঘর,
চোখের জলে জানবো বিদায়
আপন হলো পর।