ঋতু সুন্দরী
  বর্ণালী দাস করণ
********************
ছয়টি ঋতুর একটি তুমি,
নামটি শীত তোমার ।
তোমার ঋতুর নানান সাজে,
দেখতে অপরুপ সুন্দর।


শীতের সময় ফুলের মেলা,
ডালিয়া, মল্লিকা, গোলাপ।
হলুদ গাঁদার গন্ধে মাখা,
অলিরা করে গুন গুন।


শীত কালে খেতে মজা,
নানান রকম খাদ্য।
কত রকম সবজী পাবে,
রং বাহারি দ্রব্য।


খেজুরের রস কলসিতে ভরা,
গুড় হবে তাতে।
নুতন চালের পায়েস হবে,
পিঠে হবে শীতে।


জয়নগরের মোয়া,সন্দেশ পাবে,
কনকচূর ধানের খই ।
মনের মত মিষ্টি খাবে,
নলেন গুড়ের দই।


কমলা লেবু এখন পাবে,
নানান রকম মেলা।
শীতের পোশাক এখন পাবে,
এইতো দোকান খোলা।