সব আছে
কিছু নেই


বর্ণালী দাস করণ


আজ আর নেই ,
আগের মত চিরন্তনীর রং।
পরিবেশের দহনে ঝলসে গিয়েছে।


প্রায় দুই কুড়ি হতে গেল বয়স তার,
আজ আর কিছুই নেই তার কাছে।
আগের মত সেই অভিমান ,
সেই জেদ ,সেই আনন্দ নেই ।
আজ সব বিলীন হয়েছে যেন ।


সিঁথির সিঁদুরের রং
লাল টকটক করলেও
রঙিন জীবনের রং
আজ তার কাছে ফিকে হয়ে গিয়েছে ।


সরু পথে হাঁটতে হাঁটতে
কখন যেন বড় রাস্তা হারিয়ে গিয়েছে ।
আমি বুঝতে পারিনি ,
মনটা আমার ছোট হয়ে গিয়েছে।


স্বপ্ন দেখতেও ভয় হয়,
জীবনে বেঁচে থাকার উদ্দেশ্য থাকলেও ...
নিজেকে তিলে তিলে শেষ করে দেওয়া ।
বাঁচার কারণে অন্ন
আর অন্নের কারণে কর্ম।


থাকবে .....
যে কয়দিন জীবন
কর্ম না করে অন্ন যেন না উঠে মুখে।
শরীরের রক্ত লাল হলেও ,
মনের রং ফ্যাকাসে হয়ে গিয়েছে।


জীবনে চলার পথে আমাকে বুঝিয়ে দিয়েছে ......
রং থাকলেও ঢালবে না ।
পথ থাকলেও হাঁটবে না।
ইচ্ছে থাকলেও বলবে না ।
স্বপ্ন থাকলেও কবর দিয়ে দেবে।


সূর্যের উজ্জ্বল আলোর চকচকে মনটা.....
বিষে বিষে আজ বিষাক্ত হয়েছে।