আষাঢ়ের আকাশে কালো মেঘে ঢাকা,
বর্ষার গগনে রবির নাই দেখা।
বেল,জুঁহি কামিনী ফুটিয়াছে গাছে,
সৌরভে ভরে যায় মনের মাঝে।


কত শত ঝড় ওঠে ভেঙে যায় গাছ,
কত মেঘ গড়জায় পড়ে যে বাজা।
আগুনের ঝলকানি দেখা যায় আকাশে,
ভয়ে বুক দুরু দুরু মনের বাতাসে।


বরর্ষার ভরসা ছাদ যার আছে,
নিরভয়ে কেটে যায় ওঠে সকালে।
উঠেনা সর্য উঠেনা চন্দ্র কালো মেঘে ঢাকা।
মাঝে মধ্যে দেখা যায় রামধনু আঁকা।


বর্ষার বৃষ্টিতে চাষিদের মন  খুশি
কষ্টো নেই আর এবার চাষের।
ধান,পাট চাষ হবে বুনেছি মাঠে।
সোনার ফসল হবে এই বৃষ্টির জলে।


বর্ষায় কবির মন আনন্দে ভোরে উঠে,
কলমের ছোঁয়াতে কত লেখা ফোটে।
বরর্ষার দিনেতে নেচে উঠে মন,
ময়ূরী নেচে ওঠে যখন তখন।


বরর্ষায় প্রান পায় গাছেরা যেমন,
ফুল ফলে ভোরে যায় বাগান তেমন।
কামিনী ফুটেছে কত রাতের আকাশে,
সৌরভে গিয়েছে ভোরে বর্ষার বাতাসে।