বিদায় ক্ষণে বন্ধু আমার ,
শপথ করিল যে ।
আমারে রাখিবে মনে,
আর আসিলে না যে।


দুই নয়নের অশ্রু ঝরে
তোমারে খুঁজিয়া না পাই যে।
দিনের শেষে এসেছিলে ,
গোধূলির আগে গেলে চলে।


সত্যিই কি পাষাণ তুমি ,
হৃদয় কাঁদে না আজও।
আসিলে না কাছে ,বলিলে না কথা
ভুলিয়া ছো কি মোরে ?


রহিলে দূরে চিরতরে
আসিবে বলে এলেনা।
জীবনে যে ফুল ফুটিয়েছিলে
সে ফুল ফুটলোনা।


হারিয়ে ফেলেছি কি যে
হিয়া করে হায় হায় ।
ধরলো মুকুল বারে বারে
ফুল হয়ে আর ফুটল না।


জানি এমনি করেই হয়তো তুমি,


জীবন ভরে পথ চাওয়াবে।


ক্ষনিকের ভালবেসে ছিলে,


চিরকালের নাইবা হলে।